আমার হাত বাঁধাহীন মুক্ত
আমার চোখ খোলা,
আমি বধির নয় আমার জবান
সচল আমার দুই পা নয় লোলা।


আমি নিরস্ত্র এক লৌহ মানব
আমি সৃষ্টির সেরা আদম,
আমার আছে নিরব ঘাতক মিসাইল
সৃষ্টির সেরা এক কলম।


প্রতিহিংসার হুতাশনে পুড়িনা আমি,
আমি গাহি সাম্যের গান।
মানবতার পাথারে অহর্নিশি ভাসি আমি,
আমার আছে ভালোবাসা অফুরান।


আমি অবলোকন করি অতীত বর্তমান
অদূর আগামির প্রতিচ্ছবি,
আমি বিনয়াবনত রই আমি বারুধ হয়ে-
কখনো জ্বলি কারন আমি কবি।


আমি দিন শেষে ক্লান্ত গতরে ফিরে-
এসে বাড়ি ভাবি রাস্তার ধারে,
কনকনে শীতে বৃদ্ধ মানুষটিই কাঠিয়ে-
দিবে রাত শীতযে সইবে কেমন করে।


আমি আমার থাকার জায়গা ছাড়তে পারি
অন্য মানুষের সুখের লাগি,
আমি আঁধার রাতে খাবার নিয়ে বৃদ্ধ-
ফকিরের কাছে যেতে পারি যে ক্ষুধার্ত রোগী।


আমি অন্যায় দেখে প্রতিবাদ করি
সাজাতে সুন্দর আগামির নান্দোনিক পৃথিবী,
আমি স্বদেশ রক্ষার শপথ নিয়ে আমৃত্যু-
লড়তে জানি কারন আমি কবি।
------------------সংকিপ্ত----------------


রচনাঃ০৭/১১/২০১৮ খৃীষ্টব্দ।
পটিয়া,চট্রগ্রাম।রাতঃ১১.২৫ মিনিট।