সে কি অপূর্ব সন্ধ্যা দিনমণি বিদায়ের আগে,
গগনে নীলিমার ভেলা ভাসে সোনালী স্বপ্ন মনে জাগে।
চারি দিকে লবনের মাঠ-যে দিকে থাকাই মনে হয় অরন্য,
জলদাস দিওয়ানা হয় মাছ ধরিয়া জোগাড় করিতে অন্ন।
কত সরল সাদা কাক পাড়ার মানুষ,
অল্প ব্যাথায় কাতর স্মৃতি হয়ে যায় পরমোশ।
অদূরে জলদাসের কিস্তি মনে হয় গগনের হোমা পাখি,
পাশের বিলে বক,সারস,পান-কৌড়ি,মাছরাঙ্গা দেখে জুড়াবে আঁখি।


একদিনের অতিথি হয়ে এসেছি সে দিন মগনামার  চরে,
তোমাকে দেখেছিলাম সেথায় তুমি ছিলে জ্বলদ্বারে।
রূপে তোমার মুগ্ধ হয়ে নাম দিয়েছি পাতাল পুরী,
তুমি কি স্বপ্নদেবী,নাকি জল থেকে উঠা জলপরি।
জলপরি না হুরপরি,ভেবে মুই যাই মরি,
তোমায় খোঁজার দরুনে বার বার আসি মগনামায় ফিরি।
কাছে গিয়ে দেখিতে পাই তুমি মোর নন্দিনী রিয়া,
সেই থেকে স্বপ্ন দেবতা হয়ে খুঁজি তোমারে ভালবাসিয়া।


বিদায় নিতে হল শেষে গোধূলির পরে,
প্রকৃতির অপরূপ দৃশ্য এখনো নয়ন ভরে।
যদি কভু ভাই প্রকৃতি খুঁজিতে যাও-তবে আসিও মগনামার চরে,
এখানেই আমার রিয়ার প্রেমের সলিল সমাধি সে পরের ঘরে।
সত্যি অপরূপ গাঙচিল উড়ে যে ঢেউয়ের তালে,
না দেখে কভু আসবেনা আমার রিয়ার ঘর আপন খেয়ালে।
দিনমণি বিদায়ের রূপালী উর্মিমালা-
এখনো ভাসে আমার নয়নে,অভিরাম দেয় আমাকে জ্বালা।


রচনাঃ২২/১১/২০০৫ ইংরেজি
--------------------------------------
চকরিয়া,কক্সবাজার।