কতো উচ্ছাস যতো চঞ্চল সবি তোমার আছে তুমি রাগীনি,
তুমি উর্বর,খরায় ফেটে যাওয়া ভূমি,
শান্ত তরঙ্গিণী।
তুমি জঞ্জাল করো সঞ্চার বিনয়ী সৎ সাহসে সবখানে,
তুমি দুরন্ত অফুরন্ত ঐ পর্বত সম মায়া তোমার প্রাণে।
তুমি সৃষ্টির সেরা তোমার নেই উপমা মধুর তব নাম,
তব সম্মান চির অম্লান শেকড় থেকে শিখরে অভিরাম।


তুমি গলিত মোম,জলন্ত লাভা,কখনো কঠিন লৌহ সম,
তুমি সমুদ্রে উত্তাল ঢেউ,কাম রাজ্যের এক অদম্য যম।
তোমাতে এই পৃথিবী সৃষ্টি তুমি অনন্ত আদি রহস্য ভরা,
তুমি কখনো জলন্ত কাঠি বিনাশ করো মনের জং ধরা।
তোমাতে হই আমি বিলীন তোমাতে স্বর্গ শান্তির পাই খোঁজ,
তুমি সাজাও সুন্দর করে নিজের হাতে স্বীয় সংসার রোজ।


তুমি পদ্মিনী তুমি জননী সোহাগি জায়া চির মুক্তির ছায়া,
তুমি আত্ম্যার বন্ধন, হৃদ স্পন্দন তব হৃদয়ে কতো মায়া।
এতো গুণের কীর্তন,তবু নির্যাতন সবখানে হও তুমি,
চোখের জল করে সম্বল নীরবে চষে বেড়াও স্মৃতি ভূমি।
তুমি আমার স্বপ্নিল রাজ্যে সাহসী এক স্বপ্নদ্রষ্টা সঙ্গিনী,
তোমার মাঝে আমাকে হেরে তোমাতে খুঁজি সুখ প্রতিদিনই।


রচনাকাল:-১৭/০৫/২০১৯ ইংরেজি
পেকুয়া, কক্সবাজার।