নিন্দার কাঁটা বিধিল বুকে তোমারই কারনে,
তোমারই শূন্যতায় মন জমিতে নেমেছে খরা।
ভালবাসার আগুন জ্বালিয়ে এই মনে,
নানা অপবাদে জর্জরিত মন এখনো সর্বহারা।


তোমার দেয়া হাজারো কষ্টের কথা প্রিয়া,
আছে আমার এই বুকে লেখা।
এ কোন মায়ার জালে বন্দি আমায় করিয়া,
চলে গেলে পরের ঘরে করে আমায় একা।


এইতো সেদিন তুমি আমার বুকে মাথা রেখে,
বলেছিলে রকি আমি তোমাকে ছাড়া বাঁচবনা।
কত আদর দিতে তুমি সারাদিন মন থাকতো সুখে,
ও সব কথা ভুলে তুমি দুরে গেলে হৃদয়হীনা।


তোমার চক্রান্তে আমার শরমের মাথা গেল কাটা,
এখন আমায় ভাবে গো সবাই দোষী।
গুড়ো করলে ভাবটা মুছে ফেললে নামটা,
তুমি এখন খুব সাধু সেজেছো আছো হাসি খুশি।


ভেবে কি কভু দেখছো তুমি আমি ভাসি কোন পাথারে,
ভালবাসার যে ঝড় তুমি তুলেছিলে এ বুকে।
তুমি তা থামালে নিজ হাতে ছলনা করে,
কতই আবেগ ছিল তোমার -মন ভুলানো কথা ছিল মুখে,


তোমার ছলনা আমি বুঝিতে পারিনি হায়!
ঝরে গেল মন কাননের একটি গোলাপ।
এ কোন মিছে বন্ধনে প্রিয়া জড়ালে আমায়,
তোমার নিন্দার আঘাতে ধরি করুন বিলাপ।


ইচ্ছা থাকিলে উপায় হয় তবে
ইচ্ছাকে প্রধান্য দিতে গিয়ে
নিন্দার কাঁটা বিধে আধুনিক যুগে।


বিঃদ্রঃ একান্তই মনের কথা কবিতার মত করে লেখার প্রায়াস মাত্র।


রচনাঃ০৩-০৭-২০১৮ ইংরেজি।