ইট পাথুরে শহোরে জীবন লাগেনা আর ভালো
কংক্রিটের চার দেয়ালে ঘোমরে কাঁদে স্মৃতি,
উদাসীনতায় সম্মৃদ্ধ মন খুঁজে মুক্ত আলো
বিষাদ যাতনায় দিনাতিপাত করিতেছি সময়ের গতি।


এখানে ঝররা সম মুক্ত সমীকরণের বড়ই সংকট
সংকট চন্দ্রিমা অমা রাতের জোনাকি আর তারা,
বৃক্ষরাজি হরদম হচ্ছে উজাড় সবুজ শূন্যে করছে ধারন আকার প্রকট,
দেখিতে পাই দালানের ছাদে ঘরে ফিরে পক্ষী নীড়হারা।


কার্নিশের পায়রা গুলোও ভোগে বিষন্নতায়
মুক্ত মলয় মুক্ত গগন তারাও ভালবাসে,
সাঁজ প্রভাতে পাখিদের কলরব নাহি শুনিতে পাই
এখানে তন্দ্রা ভগ্ন হয় গো  লবন ওয়ালার "লবন লাগবে লবন,,ডাকবে যখন এসে।


সেই ভোরে অফিসের ব্যাগ কাঁধে বেরিয়ে
পাবলিক বাসের প্রতিক্ষায় কখনো যাই বেলা,
সারাদিনমান গাধার ন্যায় কর্ম সেরে অবসাদ দেহ নিয়ে
ভুতোড়ে গলি গা ছম ছম আন্ধারে ফিরি একেলা।


মা,এসব আর ভাল লাগেনা গতরে ও আজকাল সয়না
আমি ভাবছি এ্যালা তোমার বুকে ফিরে আসিব,
তোমার কি আমার জন্য একটুও মায়া হয় না?
সেই হিজল বাগিচার সরু পথে আমি আবার হাঁটিব।


পুকুর পাড়ের আম গাছে উঠে লাফিয়ে নাইব
ভিজে চরণের চাপ বসিয়ে দেব তোমার ঘরে,
সেই দস্যিপনা! টাকলো মামাকে রাগাইব
তুমি তখন বলবে তোর অনেক বয়স হল এসব কেউ করে?


শাপলা শালুক নিসিন্দা মা তোমায় এনে দেব
হলুদ পাতার মরিছ ভর্তা তুমি যতনে বানাবে,
রঙ্গিন হাঁড়ির রসগোল্লা তোমার জন্যে নেব
কচু শাক আর ইলিশ নেব (ইলিশের)বাবা মাথা খাবে।


অন্তিম ইচ্ছা মাগো আমার রাখিব মাথা তুর কূলে
চাঁদের দেশের গল্প শুনে যাইব আমি নিদ্রা দেশে,
মমতার চাদরে ডাকা গ্রাম ও তুমি কেমনে যাই ভুলে
সত্যিই মা আসছি ফিরে এখনো ছেলে তোমার তোমায় ভালবাসে।


(তুমি অপেক্ষায় থেক মা আমি শীগ্রই তোমার কূলে ফিরে আসছি। এ আমার অন্তিম ও শেষ ইচ্ছা)
রচনাঃ১৫/০৮/২০১৮ খৃষ্টাব্দ।
ভোর ৫.০০টা
-------------------------------------
পটিয়া, চট্রগ্রাম।
✆০১৮১৫-৩৬৭৩৩৫