ভালবাসা এমন এক জিনিস যা পেলে যুবক হাসে-
আর যুবতী হয় অহংকারী,
সেই ভালবাসা নিয়ে হয়েছে কেউ রাজা বাদশাহ, কেউ মাতে উপহাসে।
ব্যর্থ প্রেমিকরাই কবি হয়, হয় পথের ভিখারী "
ভালবাসার জন্যে কেউ বলে জান দেবো
বাড়ি গাড়ি সবই দেবো।


কিন্তু কেউ জানেনা এই প্রেমে কতো যে যন্ত্রনা-
হয় কতো জন লাঞ্চনা,
কেউবা আবার পাগল মজনু ঠিকানা ও থাকেনা,
কেউবা আবার ফিরে বাড়ি হয়ে বীরাঙ্গনা"
সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আনতে পারে-
সোনার কাটি
প্রয়োজনে সুদুর চাঁটগা যাবে হাঁটি হাঁটি,,


কেউ ক্রাডং আর মেরেন্জা দিবে পাড়ি-
পেটে পাথর বেঁধে
ডুবুরী সেঁজে সমুদ্রে দিবে ডুব মুক্তা নিবে খুঁজে,
ধর্ম বর্ণ চাই না আর চাই না জাত বেজাত হিন্দু
দুর্গম গিরি পার হয়ে ছুঁতে চাই প্রেমের সিন্ধু।


রচনাঃ০২/১২/১৮ খৃীষ্টাব্দ।
চকরিয়া,কক্সবাজার।