রাজ্যে আমার নিকেতন তবুও আমি আগুন্তুক
অস্থির হৃদয় আশ্রয় অন্বেষণ করে তোমার হৃদয় দ্যুলোক।


ব্যাকুল হৃদয় তব সানিধ্য'র স্পৃহা মনে
সম্প্রতি নব প্রেম জাগিল বুঝি আমার মনে।


মৃগাঙ্ক বদন তনয়া তোমার ডাগর দুই অক্ষি
তব আলেখ্য সহসাই অস্থির করে আমার হৃদয় পক্ষি।


বিস্তীর্ণ প্রেম জলাভূমি সাঁতরে না পাই কূল
উপহাস নাহি চাই জায়া ভালবাসি নির্ভুল।


প্রেম আচ্ছাদন ছুড়ে ফেলো এখনো সময় বাকি ঢের
নহিলে বিচ্ছেদ হুতাশনে পুড়িবে পরে পাবে টের।


বিনাশ করিওনা ভালবাসা হে প্রেম প্রবাহিনী
ধরা দাও হে অঙ্গনা প্রেম পাথারে উজান নিওনা তরণী।


বিনয়াবনত রমনী তুমি নিদ্রাহীন করিয়াছ সতত
প্রস্তর হৃদয় চাহিনা,তোমার কোমল পুস্প হৃদয় বিনা আমি আহত।


নির্গমন কর তুমি হস্তে নিয়ে প্রেম ঝান্ডা
সিদ্ধ হবে এই মন তোমার প্রেম গন্ধবহে উতরোল হৃদয় ঠান্ডা।


আবদ্ধ নয় আমি বন্দ নয় আমার হৃদয় দ্বার
তুমি যখনই আসিবে তখনই ভাসাবো প্রেম জোয়ার।


মৃত্তিকার মানুষ আমি আমার অস্তিত্ব জুড়ে তুমি
তুমি কি বুঝিবেনা কখনো তুমি ছাড়া অমূল্য আমি।


কত তমসার নিশুতি বিভাবরী করিয়াছি অনায়াসেই পার
অখ্যাত কবি আমি রহিয়াছি প্রতিক্ষায় তোমার।


রচনাঃ০৭/১০/২০১৮ খৃষ্টাব্দ।
-------------------------------------
পটিয়া, চট্রগ্রাম। রাতঃ১১.৫০মিনিট।