সাত দিনের অবুঝ পুষ্প দেখে
যাই বাংলার কালো রূপ,
অপ্রস্ফুটিত গোলাপ প্রস্ফুটিত
হওয়ার আগেই ঝরে গেলো দেখে
গেলো ভূবন মৃত্যুকূপ।


মাতৃগর্ভে গুলি বিদ্ধ শিশু
এই দেশ চাইনি জাতি কখনো,
বিশ্বজিত তনু সাগর রুনি সাজ্জাদের
আত্মা গুমরে কাঁদে এখনো।


চোখের সামনেই ভাইয়ের লাশ
বোন লাঞ্চিত বলতে পারবোনা কোন কিছু,
বলতে গেলে হত্যার হুমকি গুম করবে
বলে ৭১ এর দালাল নিবে পিছু।


হাসপাতালের বিছানার রোগী-
থেকে মৃত লাশ হচ্ছে আসামি,
গায়েবী মামলায় হচ্ছে ঘর ছাড়া অহর্নিশি
মুক্তির সোপান করেনি কেউ পান
আবাল বৃদ্ধ বনিতা আমি।


পরাধীনতার শিকলে বন্দি ছিলো
কোটি বাঙ্গালীর অমূল্য প্রাণ,
নয়টি মাসের রক্তক্ষয়ী মহাযজ্ঞে
বাঙ্গালী পেয়েছিলো পরিত্রাণ।


ভেবেছিলাম স্বাধীন হবে দেশ
স্বাধীন হবে বাঙ্গালী জাতি,
৪৭ বসন্ত পেরিয়ে ও হলাম না স্বাধীন
স্বাধীন দেশে টানছি পরাধীনতার রথি।

রচনাঃ৩০/১০/২০১৮ খৃীষ্টাব্দ
পটিয়া, চট্রগ্রাম।
------------------------------------
☞✆০১৮১৫-৩৬৭৩৩৫