স্বাধীনতা তুমি আমার
দুঃখি মায়ের চোখের জল,
তুমি আমার জাতির পিতা
বঙ্গবন্ধুর বুদ্ধি বল।


স্বাধীনতা তুমি আমার
লাখ শহীদের রক্তে কেনা একটি দেশ,
তুমি আমার সুন্দর আগামীর
জাগ্রত স্বপ্নময় বাংলাদেশ।


স্বাধীনতা তুমি আমার
বঙ্গমাতার স্বপ্নে ঘেরা রূপনগর,
তুমি আমার খোকার হাতের
পরশ পাওয়া রূপসাগর।


স্বাধীনতা তুমি আমার
চোখের আলো দেহের ভেতর প্রাণ,
তুমি আমার চির চেনা ভাই
হারানো একুশের এক গান।


স্বাধীনতা তুমি আমার
আল্ মাহমুদের সোনালী কাবিন,
তুমি আমার নকশি কাথা গীতাঞ্জলী
নজরুলের অগ্নিবীণায় রঙ্গিন।


স্বাধীনতা তুমি আমার
সুরের পাখির মন ভোলানো সুর,
তুমি আমার জগত সেরা
সোনার বাংলা খুশি মম হৃদয়পুর।


স্বাধীনতা তুমি আমার
ধানের শীষে মুক্তা চড়ানো শিশির,
তুমি আমার রক্তিম দিবাকর
প্রভাতে বিহঙ্গের কিচিরমিচির।


স্বাধীনতা তুমি আমার
নুর হোসেনের বুকের তাজা রক্ত,
তুমি আমার শেখ পরিবারের
আত্মত্যাগে হয়েছিলে শক্ত।


স্বাধীনতা তুমি আমার
শহীদ জিয়ার সফেদ স্বপন,
তুমি আমার কাঙ্গালিনী সুফিয়া
যুদ্ধাহত সহস্র গাজীর শোকার্ত ক্রন্দন।


স্বাধীনতা তোমায় স্বাধীন
দেখতে আমি চাই চিরকাল,
স্বাধীন দেশে স্বাধীনতার ঝান্ডা
অম্লান হোক আদি অনন্তকাল।


রচনাকালঃ০৪-০৩-২০১৯ খৃীষ্টাব্দ।
পেকুয়া,কক্সবাজার।
------------------------------------------------------------------------------