তনয়া তোমার কোমল হাতের
নকশী কাথার গরম পরশে
নিজেকে জড়িয়ে ঘুমের দেশের
বাসিন্দা হওয়ার মধুর হায়েসে।


যখনি ঘুমাতে বিছানা আপন
করিয়া তন্দ্রার চেষ্টায় বিভোর
তখনি তোমার বদন আমার
চোখের সামনে আসিয়া ঘুমপতুর।


শীতের নিশিতে তোমার ভাবনায়
আমাকে দেয়না ঘুমাতে আর যে
তোমার স্বপ্নের ব্যাঘাত ঘটাতে
পারিনি গো তাই নিজেকে সরিয়ে-
রেখেছি অনেক দূরের পথে যে।


তোমার নকশী কাথার মাধ্যমে
তোমার পরশ নেবার চেষ্টায়
প্রতিটা রজনী তোমাকে ভেবে যে
স্মৃতির চৌকাটে দাঁড়িয়ে কাটায়।


বিনিদ্র কতক সময় দিয়েছি
হেলায় করিয়া পার আমি
তোমার ঠিকানা এখনো অনড়
রয়েই গেছোগো আজো তুমি।


শীতের সকালে তোমার হাতের
গরম চায়ের কাপের হাতল
হয়নি বহুদিন ধরা গো- কখন
আমার জুড়াবে প্রান হবে শীতল।


রচনাঃ২৩/১১/২০১৮ খৃীষ্টাব্দ।
পটিয়া,চট্রগাম।