কোন এক বর্ষায় মাতামুহুরীর তটে,
হস্তে হস্ত মিলিয়ে হেঁটে ছিলাম কত দুর।
দিনমণি বিদায়ের আগে স্নিগ্ধ সমীরণ দোলা লেগেছিল হৃদয় মানস্পটে,
টিপ টিপ বৃষ্টি শ্রাবণের সন্ধ্যায় প্রফুল্লতায় মন ভরপুর।


হেঁটে হেঁটে সেই সবুজের সমারোহ প্রকৃতির গালিচা মাড়িয়ে,
স্রোতশ্বিনী মাতামুহুরীরর উপারে যোজন সম তুলতুলে কাঁশফুল।
শ্রাবণের বারি ধারায় নদী পেল তার নাব্যতা ফিরিয়ে,
তুমি হাতে নিয়েছিলে বর্ষায় সদ্য ফোটা একটি কদম ফুল।


পাশের হিজল বনে ডাকে অভিরাম  পক্ষীকূল,
ঝিলের জ্বলে সফেদ বারিতে পালক ছাড়ানো কয়েকটি হাঁস।
মনে নেই আজ আমার কি ছিল আমার ভুল,
তুমি যাওয়ার পর ভাল নেই আমি সবই তোমার জানা ইতিহাস।


আমি এখন করিতেছি গন্তব্যহীন একলা পথের এক অগস্ত্যযাত্রা,
কে ফিরাবে আমায় স্মৃতির চৌকাঠে আজ দাঁড়িয়ে।
মনে নেই আজ আমার ছিল কি? প্রেমের মাত্রা।
হৃদয়ের রক্তক্ষরণ থামাবে কে? দিবে দুহাত বাড়িয়ে।


তোমার স্মৃতি গুলোও আজ বর্ষার মেঘে ডাকা পড়েছে,
শেষ কবে তোমার সাথে দেখা হয়েছিল বলতো।
আজ আমার আর কিছুই মনে নেই হৃদয়  পোঁড়া ধোঁয়া শুধু উড়ছে,
ভালবেসে ছিলাম,ভালবাসি,ভালবাসবো অক্কার আগ পর্যন্তো।


এসোনা আরেকটি বার হাঁটি শ্রাবণের সন্ধ্যায়,
নিঃসংকোচে হারিয়ে যাব হিজল বন পেরিয়ে।
টিপ টিপ বৃষ্টিতে ভিজবো দু'জন,আড়া-আড়ি দাঁড়িয়ে একটি ছাতায়,
আমি আছি সেই আগের মত তোমার ভালবাসা বুকে নিয়ে।


(শেষ কবে তোমার সাথে দেখা হয়েছিলো বলতো
আজ আমার আর কিছুই মনে নেই।)


রচনাঃ
২৭/০৭/২০১৮ইংরেজি।
------------------------------
চকরিয়া, কক্সবাজার।
বেতার যোগাযোগঃ০১৮১৫-৩৬৭৩৩৫