আকস্মিক বুকের বাম পাঁজরে
কিসের যেনো একটা ব্যাথা অনুভূত হয়
অলক্ষ্য ব্যাথা দিনকে দিন যায় রে
বেড়ে আমি নির্বোধ বুঝিতে পারিনা হায়!


এইতো কিছুদিন আগেও একবার
উঠেছিল ব্যথা গত ঈদের দিন
বাড়িভর্তী কুটুম চলছে আয়োজন খাবার
কোথাও খোঁজে পাইনি আমি সে দিন।


অতিমাত্রায় আয়াশ সাধন করিয়া
যিনি ধরিলেন স্বীয় জঠরে
সেই প্রসূতি আমার গত হইয়া
চলে গেছে বহুদিন আগে কবরে।


তুমি কেমন আছো আজ ঐ তমসা কুটিরে
তবে এই ধরাতে আমি ভালো নেই
আমার নেত্রদ্বয় নিরবধি তোমারই স্মরে
অশ্রু জলে সিঞ্চিত হয় বুক তোমাকে মনে পড়তেই।


এই পৃথিবী আমাকে ভালো রাখেনা
ভালো থাকতে দেয়না
তোমার বুকে ছিলাম যেমন
তোমার সই সখি রা ও আর আসেনা,
সবাই দিব্যি আরামে আছে ভুলে তোমায় এখন।


আমি কিছুতেই পারিনা তোমারে ভুলিতে
কেমনে ভুলি তুমি যে আমার জন্মদাত্রী মা
জ্যোতিহীন চোখে বাবাও তোমার যাওয়ার পথে
নিত্য থাকিয়ে রয়,বলে সেও নাকি চলে যাবে মা।


তুমি গেছো বাবা যাবে এক সময় আমি
এইতো প্রকৃতির নিয়ম,মানতে পারিনা
সংসার এখন অরন্য মা তুমি বিহীন ধূসর  মরুভূমি
শিগ্রী আমিও আসছি মা,যেথায় তোমার আমার শেষ ঠিকানা।


রচনাকালঃ০৯/০৯/২০১৮ খৃষ্টাব্দ।
রাত ১১.০০ টা পটিয়া চট্টগ্রাম।


( এইটি কোন কবিতা নয় একান্ত আমার মনের কথা গুলো কবিতার মত করে লেখার চেষ্টা করেছি মাত্র)