দেহের ভিতর পরাণ আছেগো পরাণে যে তুমি,
সমুদ্র পাড়ে তোমার বসত সৈকতে গো আমি।
ঝিনুক কুঁড়ানো প্রথম তোমায় দেখেছি যখন,
তোমার মনের সনেগো পরাণ বেঁধেছি তখন।


সমুদ্র পাড়ের তনয়া চোখের দারুণ চাহনি,
তোমার হাতের বালির প্রসাদ ভুলতে পারিনি।
সৈকতে তোমার রয়েছে অনেক স্মৃতির পাহাড়,
নীরবে আমায় দেয়যে তাহারা দুঃখের আঁছাড়।


হয়নি তোমায় মনের বচন বলা গো আমার,
নাচন মনযে তোমার সময় হয়নি শুনার।
সমুদ্র সৈকতে চোখের সামনে রমণী হরেক,
তাদের মাঝেতে প্রহরী নয়নে খুঁজেছি অনেক।


কপোত কপোতী কতক নাইছে সামনে আমার,
সহসা ঝাপসা চেহারা ভাসিয়া উঠছে তোমার
বিরানা হৃদয় পাগল আমার কাঁদিছে তখন,
পাইনি তোমায় সমুদ্র কন্যা ভুলেছো কখন।


প্রানের সৈকত কক্সবাজার এসেছি আবার,
পাইগো তোমায় যদিগো তনয়া আসি বারবার।
সাগর পাড়ের লালচে কাঁকড়া আগের মতই,
সমুদ্র কন্যা তোমায় খুঁজছি কতক শতই।