ধুলো জমে আছে স্মৃতির এ্যালবাম জুড়ে
চিরকুটের ভাঁজ টায় বাসা বেঁধেছে উঁই পোকায়,
পিচ ঢালা পথ সতত সঙ্গি অহর্নিশি
বলিরেখা ললাটে কালি জমছে নেত্রদ্বয়।


শ্রাবণের বর্ষায় নাইছি কতক দুজনে
কদম শাখে উপবিষ্টে নিয়েছি কদম কতক,
হৃদয় নিংড়ানো ভালোবাসা সিক্ত নয়নে
তোমারই পিতামহের নিকট করেছি নত
মস্তক।


বাম পাঁজরে কিসের যেন একটা অভাব অনুভুত হয়
ঠিক তুমি প্রেয়সী তিলোত্তমা যেখানটায় ছিলে,
শোণিত প্রবাহ থেমে যাচ্ছে আমার
অবসর নেই পাদ যুগলের মরিতেছি থিলে থিলে।


এটাতো কথা ছিলোনা?
দুটি মনের সন্ধি করে ছিলাম দু'জনায়,
নদী তটে কাঁশবনে বসে তুমি-আমি
সে কি অপার সুখ ছিলো সব আজ বন্ধি স্মৃতির পাতায়।


সবই আজ হারানো অতীত ফেলে আসা সোনালী দিন যেন ধূসর মরুভূমি,
ফ্যাকাশে হচ্ছে দিন দিন হৃদয় ক্যানভাসে আঁকা প্রাণসম মানবী তুমি।


স্মৃতিরা আজ দল বেঁধে পিছু হাঁটে
অগস্ত যাত্রায় পাইনা অবসর,
হৃদয় বাতায়ন দ্বার বন্ধ আমার কেটে গেছে তুমিহীন কত নিশি প্রহর।
      (চলমান)


রচনাঃ৩১/০৭/২০১৮ খৃষ্টাব্দ।
------------------------------------
চকরিয়া, কক্সবাজার।
বেতার যোগাযোগঃ০১৮১৫-৩৬৭৩৩৫