স্বাদের কিস্তি নিয়ে প্রেম দরিয়ার মাঝি হয়ে
আসব মুই নারঙ্গী কাননের পাশে,
অযশ্র বিপদ লঙ্গীব হে সাথী তোমাকে পাবার উল্লাসে।
কল্পলতার পাতারে লহর জাগে
নয়ন তোমার ভিজাতে,
হাতে মোর মশক, দিও তুমি ভরে দিঘির  জলে।
বারি সিঞ্চিত যেন নয়ো তোমার পিরান,
রং বাহারী পিরান তোমার নষ্ট হবে বারিতে।


কৌমুদী নিশা চন্দ্রকলা রাতে দেখিয়াছি পরথম নয়নে,
সেই অবদী দাগ কাটিয়াছ সূপর্না হয়ে মোর মনে।
ভোলা নদীর তটে
সমীরণ বিহীন কাশফুল নাচে,
জিজ্ঞাসি মুই ফুলের কাছে
নাচিয়াছ কেন অমন করে?


ফুল বলে সুন্দরী এক ললনা তার নুপুর রেখে গেছে মোর কাছে।
সেই নুপুরের ছোয়ায় আজ মন উঠে নেচে।
নুপুর যখন চাহি মগো দ্বারে
বলে আমাকে সে,
এনে দাও রমনীকে
নুপুর দেব তারে ভালবেসে।


পরক্ষণে দেখি এইতো সেই নুপুর যেটা দেখেছি তোমার পায়ে।
ভাবি কেন নুপুর কাশবনে,
এল বুঝি সে আমাকে খুঁজিতে।
রূপে তোমার মুগ্ধ হয়েছিলাম তখন,
সরিষা ক্ষেতের মাঝ দিয়ে এসেছিলে যখন।


হলুদ বরন সরিষা ফুলের মাঝে বেগুনি তোমার পিরান,
অপরূপা লাগছিল তোমায় পুলকিত মোর প্রাণ।
এলোমেলো অলক তোমার সমীরণে দুলখায়,
এই দুষ্টু ছেলে
দেখছ কি এমন করে,
এই বলে গেলে পালাই।
★ সেই থেকে তুমি মোর স্বপ্নের নায়িকা,
তোমার ভালবাসার মগ্ন আজো ছদ্ম নামের অনামিকা।


রচনাঃ২০/১১/২০০৫ খৃিষ্টাব্দ।