ভোরে ডাকে পাখি কুহু কুহু তানে,
গভীর তন্দ্রা মগ্নতা পাখিরাই ভাঙ্গে।
খানিক দূরে মসজিদে মুয়াজ্জিনের ডাক,
নিদ্রাহীন করগো নেত্র এবার হইল যে সকাল।
               মিষ্টি সুরে ঘুম ভাঙ্গিল তোমার
উঠ জেগে দেখবে ভোরে শিশির---------
------ভেজা কাননটা কে,
ক্ষনপরে জ্বল-মল রৌদ্রতেজে ভরে যাবে ধরনীতে,
ওগো তোমার যাওয়ার সময় বুঝি হল
আজানের ধ্বনি শুন পাড়া গায়ের মসজিদে।
                    ডাকি তোমায় আমি
                    সাড়া দাও-----তুমি।


কিছু বল কেমতে কাটাবে আমারি বিহনে,
               আমি তোমার জানি ওগো
               গভীর থেকে গভীরে।।
প্রভাত সমীরণ বহিতেছে  আপন মনে
স্বাস্থ্য তোমার রইবে সেই আগের মত
যদি লাগে দঃক্ষিনা মলয় তোমার দেহে।
               ভোরের আহবানে জাগে-----
পৃথিবীর কর্ম পরিকল্পনাটা
তাই তোমাকে পারিনি রাখতে,
তোমার অপেক্ষায় রাতজাগা আমি প্রিয়তমা।
ভোরের আলো চারিদিকে দেখ তুমি
কেমন করে সৃজিলেন প্রভু বসুন্ধরা কে।
তুমি আসিও ওগো আবার
দেখাব তোমায়
রাত্রির বৃন্ত হতে ছিনিয়ে আনা ফুটন্ত সকাল।


রচনাঃ১৫/০৭/২০১৮ ইংরেজি
--------------------------------------
চকরিয়া, কক্সবাজার।