আম গাছে ধরল মকুল নতুন শাখে শাখে,
ফাগুন তাকে সাজিয়েছে নতুন কনের সাঝে!
কত মাছি আসে ছুটে,
কত মধু নেয় যে চুষে,
কত পাখি গাইলো গান,
মকুলের মন সজীব চঞ্চল।
আমের মকুল বাতাসেতে দোলখায় যখন,
স্বর্গের দৃশ্যটা দেখি আমি তখন।
দূর থেকে আম বাগানটা দেখিছি আমি কত,
মনের তৃষা মিটে না আজ দেখে তারে শত।
বুলবুলিটা ডাকছে তার মধুর মিষ্টি সূরে!
মকুলগুলো শুনছে গান নিরবে গান পেতে।
ভোরের বেলায় শিশির জল মকুলের উপর পরে,
রাঙা রবি লাল আভায় স্নেহ দেয়ে মেখে,
পুষ্প গুলো হাসে তখন গভীর অনুরাগে।
ঐ মুকুলের মাঝে আমি কত দৃশ্য দেখি!
কত কথা বলি তাদের সানে!
ফুলের রাজ্য নেমেছে যেন আম গাছের ডালে।