মন নদীতে আজ বাণের ডাক,
চারদিকে কাল বৈশাখীর হাক,
ধবংস আজ সব কিছু,
পড়ে আছে শুধু হা-হা কার,
মম অন্তর অনলে পুড়ে
কয়লা হচ্ছে হৃদয়,
সব কিছু আজ উল্টা লাগছে,
ভুলকে আজ ঠিক মনে হচ্ছে,
আপন বন্ধন ছিন্ন করে,
রহিয়াছি এক কঠিন কারাগরে,
আমার অন্তরের ব্যাথার বানী শুধাইল না কেহ,
যাতনার আগুনে পু্ড়ে নিঃশেষ মম দেহ,
ক্ষমিও মোর অপরাধ হে বিধাতা,
শুধাও এ অধমের কথা!
ঘুচিয়ে দাও মম অন্তরের সকল ব্যাথা,
সুন্দর জীবন কর দান হে প্রান নাথ।