বাংলা ভাষার জন্য যারা দিয়েগেলো প্রান,
তাদের জন্য আজকে গাইব বিরহের গান।
যে ভাষায় জড়িয়ে আছে আমার মায়ের আঁচল,
সেই ভাষা ছেড়ে তুমি হিন্দি করেছ আপন!
হিন্দি গানে মত্ত তুমি হিন্দিতে দাও ডায়লগ,
তখন তুমি মায়ের ভাষা দিয়েদিলে করব।
বাংলা আমার প্রানের ভাষা,
এই ভাষাতেই বাচা মরা।
কেন তোমারা রাখলেনা বাংলা ভাষার মান?
তোমরা কি সত্যি বাঙালির সন্তান?
ভাষা দিবসে শহীদ মিনারে তোমাদেরই লাইন সারি সারি,
"আমার ভায়ের রক্তে রাঙানো" গাইছো গলা চিরি,
বাসায় এসে আবার তুমি হিন্দি গানের বাজাও ছবি।
পারো যদি সম্মান কর মাতৃভাষার গান,
গর্ব করে বল আমরা বাঙালীর সন্তান।