ওহে মোর ভবিষ্যত,
কি আছে মম ললাটে,
সব জানে বিধাতা,
চেষ্ট করব আমি পিছু টান দেব না।
দূর্নীতির এই পাপিষ্ঠ সমাজে,
কর্তাদের স্বজনপ্রীতি চলে,
সার্টিফিকেট এর মূল্য কি নেই লেশ মাত্র?
ঘুষের কাছে কেন যোগ্যতা পরাজিত!
মোধাবীর স্বপ্ন কেন আজ করুন অসহায়?
শিক্ষিত যুবক কেন বেকার?
ঘুষ ছাড়া নেই কোন কর্মসংস্হান,
আমি চাই না এমন সমাজ!
চাই না এমন ডিজিটাল দেশ!
চাই যোগ্যতাদের অধিকার,
চাই গণতন্ত্রের অধিকার!
এক হও সব ছাত্র তরুন সমাজ,
মুক্ত কর তোমাদের সকল দ্বার,
বিপ্লবী চেতনা জাগাও মনে,
সত্যের অধিকার আনো ছিনিয়ে।