দিনের আলোকে আধার,ঘ্রাস করে যেমতি,
চৈত্রের রোদে পুড়ে মাঠ ক্ষয় করে দেহে,
আশার প্রদীপ নিভে, আধাঁর নামে তেমতি,
কটাক্ষের তীক্ষ্ণ অস্ত্র,বিধিলো গো পরাণে।
চৌদিক সমাজ চয়,বিকৃত নয়নে,
রোষে ক্ষোভে লাজে আমি গরজে অস্থিরে,
ছাড়িলাম আলোর আশা তরুন যৌবনে,
যোগ্যতা কেদে মরে, নিয়োগ বৈষম্যে ।
সম অধিকার নাই,চাকরির আবেদনে;
ক্ষেত্রে ক্ষেত্র মোরা অবহেলিত,নিয়োগ সার্কুলারে,
বৎসর চার যায় বৃথা,তোমাদের প্রহসনে,
একই মায়ের সন্তান মোরা, বুকে নাও টেনে।
অবহেলিত দশায় মম সদা জীবন পুরে,
সতত বৈষম্যর স্বীকারে, পুড়ি রোষানলে।।


চতু্দ্দর্শপদী (সনেট) কবিতা,
অমিত্রাক্ষর  ছন্দ।
অন্তমিল-
শেক্সপীয়রীয় রীতি,
কখকখ  গঘগঘ  চছচছ  জজ
রচনা
৩০/১১/১৯