বন্ধু তোমায় পড়েছে মনে,
বসন্তের এই ফাগুন দিনে।
পাপিয়া মধূর কন্ঠে শুনায় মোরে গান,
কনকচাঁপার নিষ্পাপ ঘ্রানে পুলকিত হয় মন।
আমায় দেখে ছুটে আসিও সন্ধ্যা দিঘীর ঘাটে,
দুজন মিলে ফুল কুড়াব বকুল গাছের তলে।
তোমার কেশে জড়িয়ে দেব কৃষ্ণ চূড়ার ফুল।
সেই খুশিতে মনটা তখন হইবেরে ব্যাবুল।
নূপুর পড়ে নাচবে তুমি ঘাস ফুলের বনে,
লাল ফুল আলতা হয়ে ঝড়ে পড়বে তোমার দুটি পায়ে।
কোন দিন যদি হারিয়ে যাও সখি এই ফাগুনে দিনে,
সেদিন তোমায় খুজব আমি ঐ রাঙা পলাশ ফুলে,
শীশির ভেজা নরম কচি পাতায়,
হলদে পাখির ডানায়,
প্রজাপ্রতির সোনালী পাখায়,
আরও কত কিছুর মাঝে!
নানান রংঙের সাঝে!
সেদিন তুমি সাড়া দিও বসন্তের কোকিল হয়ে।