ভোরে উঠে রাঙা রবি গোধুলিতে জানায় বিদায়,
বেঁচে আছি সুখে আছি আমি যার ছায়ায়,
বাবা কত দিন দেখেনি তোমায়!
সাজের বেলায় নূপুর বাজায় ঝিঁঝিঁ পোকার দল,
তোমার কথা মনে পড়লে নয়নে আসে জল।
তুমি আমার বট বৃক্ষ মাথার তলের ছায়া,
তোমায় না হেরিলে জুড়ায় না মোর হিয়া।
ভানুর আলো ঢাকা পড়েছে আজ মেঘের ছায়ায়,
বাবা কত দিন দেখেনি তোমায়!
মেঘগুলো উড়ে সীমানা ঘিরে,
সন্ধ্যায় পাখিরা ফিরে তাদের নীড়ে,
বাবা তুমি কেন আজ এত দূরে?
তোমার বানী আমার প্রানে,
অনুপ্রেরণা পাই সব ক্ষনে।
তুমি আজ অনেক দূরে,
চকিতে পাই না আঁখি ভরে,
তোমার কথা মন পড়লে,
হিয়ার মাঝে ঝড় উঠে,
সব শান্ত হয় তোমার ছোয়ায়,
বাবা কত দিন দেখেনি তোমায়!
নদীর বুকে বান ডাকে,
কালবৈশাখী ঝড় হাকে,
ধবংস প্রলয় বীনা বাজে,
খুজি তোমায় এমন দিনে,
আছ তুমি কোন সূদুরে?
ফাগুনের এই অসল বেলায় বসে আছি পথের কোনায়,
কাদি শুধু তোমার মায়ায়,
বাবা কত দিন দেখেনি তোমায়!