আঘাত হানলে মোর প্রানে?
ভ্রাতার মত বিশ্বাস করে,
ঠাই দিয়েছিলাম হৃদয়ে,
তুমি দিলে তার প্রতিদান,
স্বার্থের জন্য বন্ধুত্ব বলিধান।
মেঘেরর আড়ালে সূর্য ঘেরা
বিশ্বাসে আমি গিয়েছি মারা।
কষ্টে আমার বুক ভেসে যায়,
মনের যাতনা পারিনা প্রকাশ করিতে!
তোমার ভালোবাসায় ছিল প্রতারনা,
তাইতো আমায় নিয়ে খেলা।
মনের ভিতর লুকানো কথা,
কেউ বুঝেনা হৃদয়ের ব্যাথা,
তুমি যে করছ ঘাতকদা,
মনটার ভিতর আজ প্রস্নের মিছিল,
কেন বিশ্বাস করেছি তোমারে?
মনরে বুঝাই সে করেছ বেইমানী।
শুদাই আর কাদি,
পৃথিবীতে বন্ধুত্বের প্রতি
বিশ্বাস হারিয়ে ফেলেছি সবি!
সব মিছে! সব খেলাঘরের মত খেলে,
এ ধরার মাঝে কেন এত প্রতারক?
আমি সবার চোখে অবহেলার পাত্র,
প্রশ্ন সুধাই কেন এত অবহেলা মোর তরে,
বিশ্বাস হারিয়ে গেছে বন্ধুত্ব!
বিশ্বাস হারিয়ে গেছে প্রেমে।।