শ্যামল বরন গা তোমার, কাজল বরন
আঁখি,
ওগো! প্রেয়সী তোমার রূপে হার মানি ।।
তোমার রূপ হেরিয়া চাঁদকে দিলাম আড়ি,
ঐ রূপ চুমিয়া গোলাপ হইল  রানী।।
যবে তারার ফুল ঝরে পরবে তোমার খোপায়,
সিক্ত করিবো তব প্রেমের জোৎসনায়!
মেঘ হতে কালো এসে জড়াইবে তোমার কেশে,
তাই দেখে দূর আকাশে বাঁকা চাঁদ হাসে।
আঁধার সে তো নয় কালো, তোমার কালো কেশে,
জোনাকিরা আলো জ্বালায় তোমায় ভালোবেসে।।
মেঠো পথে, বুনো পথে দেখেছি  শত  ফুল,
তার চেয়েও সুন্দর হেরি প্রেয়সী তোমার চুল।
দাখিনা বাতাসে তুমি খোপার বাঁধন ছাড়লে,
নিজেকে হারিয় খুঁজি এমন রুপের আড়ালে।।