ঝরা পাতার মত জীবন আমার
হতাশা ক্লান্তি করছে ঘেরাও।
ছুটে যাই  সুখের কাছে,
সে ফিরিয়ে দেয় খালি হাতে।
সূর্যগ্রহনে আধারে ঢেকেছে ধরনী,
আমার জীবনে নেই দুঃখের সাথী।
গভীর নিশিতে বাড়ে মনের যাতনা,
জীবনের আশা দয়াল পূর্ন হলো না।
ব্যর্থতার গ্লানি মোরে করেছে হতাশ,
আপন যারা ছিল মোর সবাই করল পর,
নিঃস্ব হয়ে বসে নদীর কিনারায়,
তটিনীর কল্লোলে ভাসে শেওলা,
তার চেয়ে মোর জীবন কেন অবহেলা।
হে প্রভু তুমি মোরে দাও আত্নার মুক্তি,
জীবন করিবো শুদ্ধ!