কবিতা
"জেলেনী"
~~~~~~
জেলে গেছে মাছ ধরিতে পায়রা নদীর বাঁকে,
একলা ঘরে প্রদীপ নিভু জেলেনী তাহার ঘরে।
পায়রা নদীর কাটাল ভারী চাক্কুতে যায় কাটা,
তারই মাঝে জেলের তরী করে আসা যাওয়া।
ঢেউয়ের পরে ঢেউ ভাঙ্গে ঘরে জেলের প্রিয়া,
একলা ঘরে কেমন করে কাটে তাহার বেলা?
আষাঢ় মাইস্যা ভরা গাঙে তুফান ভাঙ্গে চরে,
তারই মাঝে জেলের তরী চলে উজান ভাঁটে।
জেলে গেছে মাছ ধরিতে  বধূ একলা ঘরে,
জেলেনীর মন ভালো না বলতে নারে পারে।
জেলে গেছে মাছ ধরিতে হায়!
পুব কোনেতে মেঘ করেছে  চক্কর দিয়া যায়,
ঝড় ডাকিল, ঢেউ হাকিল ডুবছে জেলের তরী।
এপাশ দিয়া জেলের বউ সেচছে তাহার পানি।
ঘরে বসে বউ তার আল্লাহু, রসুল, পীর ডাকে!
ভালায় ভালায় আমার স্বামী ফিরে যেন ঘরে।
জেলে ভাবে ঘরের কথা, বউ  তার তরী
ভাবতে ভাবতে ঝড় পাগলা দূরে গেল সরী।
গাঙ হলো শান্ত শিশু, ফুটলো  মুখে হাসি,
কূলের দ্যাশে মায়ার টানে দিলো এবার পাড়ি।


-©আব্দুর রহমান
১৭/৮/২০২০ ইং