সকল ব্যাধি আরগ্য দিয়ে,
মনের কালিমা দাও মুছিয়ে।
আঁখি জলে হাসিমাখা কি করুন ও বেদনা,
মনরে বলি মন তুমি আর কেঁদো না,
কত ফুল ঝড়ে যায় গভীর নিশীতে,
আবার কত ফুল ফোটে শিশীর প্রভাতে।
পাপ পূন্য যাহা করি,
ভরসা করি শুধু তোমারি,
কিসে মোর ভালো হয়,
তুমি জানো দয়াময়,
সকল ব্যাধি আরাগ্য দিয়ে,
মনের কালিমা দাও মুছিয়ে।
তুমি ইউনুচ নামের এক নবীরে,
ফালায়ে অকুল পাথারে
আবার তুমি মেহরর করে,
বিপদ দিলে সরাইয়ে।
আমি দয়াল পথের ভূলে,
পড়েছি ভবের মহাকূপে,
কে তুলিবে এই অধমেরে?
তুমি ছাড়া নিঃস্ব একা আমি,
দয়া কর হে জগৎস্বামী!
নারীর প্রেম জালে,
কামনায় ফাঁদে পড়ে,
ভুল ছিলাম প্রভু তোমারে,
তবুও তো ছেড়ে যাওনি আমারে,
তব গুন গীত গাহি এ প্রাণে,
সকল ব্যাধি আরগ্য দিয়ে,
মনের কালিমা দাও মুছিয়ে।