শান্তু কর মেজাজ তুমি,
ভালোবাসা দেও গো সবি!
উগ্র মেজাজ নিয়ে তুমি কেমনে চলবে সমাজে?
শান্ত-শিষ্ট আচার কর মানবকূলের মাঝে।
ভালোবাসা দিয়ে তুমি মন জয়!
বদ মেজাজে হবে শুধু তোমার পরাজয়।
পৃথিবীতে মহা মনিষী যারা,
সৎ মেজাজী ছিলেন তারা,
তুমি কেন বদ মেজাজি?
কথায় কেন দেও গালি?
শুদ্ধ কর তব মন,
মানুষ তুমি কর আপন।