তোমার জন্য মনটা বন্ধু ব্যাকুল হয়ে কাদে,
ও পাষানী বন্ধু আমার রইলা কোন দূরে-২
তোমার আমার দেখা হয়েছিল পায়রা নদীর ঘাটে,
সেই নদীর তরঙ্গ আজ কত খেলা খেলে,
বন্ধু তুমি চইলা গেলে আমার একা করে,
তোমার জন্য মনটা বন্ধু ব্যাকুল হয়ে কাদে-২
নদীর ঘাটে কত মানুষ নিত্য আসে যায়,
তোমার দেখা পাইবো বলে আছি আমি আশায়।
কোকিল ডাকে আজ মুধুর মিষ্টি সূরে,
বসন্তের ছোঁয়ায় গাছ গুলো ভরেছে ফুলে ফুলে,
এই মধুর লগনে বন্ধু তুমি বহু দূরে,
তোমার জন্য মনটা বন্ধু ব্যাকুল হয়ে থাকে-২
কত আশা করে বন্ধু বেসে ছিলাম বাসা,
ও পাষানী বন্ধু তুই কেন ভাঙলী আশা?
অবুঝ মনটারে তুই কেন ফেললি ফাদে,
তোমার জন্য মনটা আজ ব্যাকুল হয়ে থাকে-২