মাঠ ভরেছে সোনালী ধানে,
রৌদ্রের মরিচিকায় শীষগুলো ভাসে।
কৃষক গান গায় আর ধান কাটে,
তখন নাড়ার উপর শালিকেরা নাচে।
প্রতি বছর কার্তিক-অগ্রাহায়ণে,
নতুন চালের পিঠা পায়েসে,
নবান্ন উৎসব চলে ঘরে ঘরে!
বউ জিয়েরা ব্যস্ত কাজে
খৈয়ের ধান ছড়াইতেছে উঠানে,
তখন ঘন কালো খোলা চুল উড়ে বাতাসে।
দুর্বাবনে ঘাসফংড়িরা নাচে,
পুকুর ঘাটে কলসি কাঁখে
বধূ চলে একে বেকে।
হেমন্তের হাসনেহেনা ফুলের গন্ধে,
মন মাতানো গীতের সূরে,
নবান্নের উৎসব চলে ঘরে ঘরে!
দোয়েল শ্যামা নাচে গাছের ডালে,
আনন্দ আজ সকল ফুলে।
ইরি ধানের ক্ষেতে শালিক, ময়না টিয়া,
তাই দেখে জুড়ায় কৃষানী বধূর হিয়া।
খেজুর রসের মৌ মৌ গন্ধে!
নবান্ন উৎসব চলে ঘরে ঘরে।