হে! প্রেয়সী তব  হৃদয়ে, অমৃত রতন,
তা সবে অবোধ আমি, অবহেলা করি,
পর শ্রী কামনায় মত্ত,করেনি যতন,
বিনিদ্রিত রাত কাটে,তোর কথা ভাবি,
তনু মন করি ক্ষয়,উঃ যাতনায় মরি,
অনিচ্ছায়,অনাদরে,কাটে সারাক্ষণ,
প্রেম মায়া জালে বন্ধি,দাবানলে পুড়ি,
নিঃসঙ্গ বিরহ দুঃখে, মলিন কানন,
তা হেরেনি  বহুদিন, ঐ বদন খানি,
জ্বলে মোর প্রাণ তব,দুঃখের দহনে,
কেমন বাচিব আমি, বিচ্ছেদ বিরহে?
আয়! ফিরে আয় পাখি,তব লাগি কাঁদি,
অবশেষে বুঝিলাম,তোমায় হারিয়ে,
তুমি বিনে সুখ নাই,মোর জীবনে।।


চতু্দ্দর্শপদী (সনেট) কবিতা
অক্ষরবৃত্ত ছন্দ
অন্তমিল-কখকখ খকখক গঘঘগ ঙঙ
রচনা
২৭/১১/১৯