সকল ব্যাথার ব্যাথিত তুমি,
সকল দুঃখের দুঃখী,
সকল মালার ফুল তুমি,
হে প্রেমময় জগৎস্বামী!
তোমারি দেওয়া দুঃখে কেউ পথে পথে কাঁদে,
তোমারি দেওয়া ধনে কেউ অট্রালিকায় হাসে,
তুমি কাঁদাও তুমি হাসাও তুমিই দয়াল পথ দেখাও,
তুমি বাদশা রাজাধিরাজ তুমি,
হে প্রেমময় জগৎ স্বামী,
পার্থিব জীবনের মায়ায় পরে,
ভূলিয়া গিয়াছি প্রভু তোমারে,
পথের ভূলে পরে গেলাম আমি মহা কূপে,
অন্ধকার থেকে তুলো মোরে,
সুপথে চালাও এ অধমেরে,
দহন অনলের মাঝে ফুটাও পুষ্প,
নানান ফলে কর মানবের মন তুষ্ট,
মম অন্তর আজ বড় পিপাসী,
কখন পাবে শান্তনার জল!
পাপ পূন্য যাই করি,
ভরসা করি শুধু তোমারি,
হে প্রেমময় জগৎস্বামী,
তুমি দয়া না করিলে,
অধম যাবে কোন খানে,
বসে থাকি নির্জন আনমনে,
কিছুই ভাল লাগে না এ প্রানে,
সকল অপরাধ ক্ষমা করে,
নাও মোরে আপন করে।