প্রেম সাগরে তরী ভাসাইয়া বন্ধু গেলা চলিয়া,
ও বন্ধু তোর কি একটু মায়া হইল না,
ও বন্ধু তোর কি একটু দয়া হইল না,
প্রেম সাগরে তরী ভাসাইয়া বন্ধু গেলা চলিয়া--২
প্রেম নদীর তুফান ভাঙ্গে আমার হৃদয় চরে,
কষ্টে আমার বুক ভেসে যায় আঁখির নোনা জলে,
কি অপরাধ ছিল মোর বইলা গেলা না,
প্রেম সাগরে তরী ভাসাইয়া বন্ধু গেলা চলিয়া,---২
তোর প্রেমের এমন নীতি বুঝেনি তো আগে,
জানলে আগে এমন পিরিত করতাম না তোর সনে,
আর কত কাল থাকব আমি তোমার আশায় চাহিয়া,
প্রেম সাগরে তরী ভাসাইয়া বন্ধু গেলা চলিয়া--২
এ পোড়া মনটারে  আর কত পুড়াইবা,
তোমার দেওয়া ফুল মালঞ্চ রাখছি যতন করিয়া,
প্রেম সাগরে তরী ভাসাইয়া বন্ধু গেলা চলিয়া--২