সুবজ দিগন্তে সবুজের ছোয়া,
তার মাঝে জড়িয়ে আছে মায়া আর মমতা।
মাঠের পরে মাঠ আর সবুজে একাকার,
মুগ্ধতার আহবানে তাকাই বার বার।
যবে ধানের পাতা দোলখায় দক্ষিনা বাতাসে,
নদীর তরঙ্গ ঢেউ খেলে এই সবুজের মাঠে।
জলকন্যা শিশীর বিন্দু পাতার উপর পরে,
ভোরের রবির সোনালী আভায় পরশ দেয় মেখে।
কৃষকে মুখে হাসি আনন্দিত মন!
সবুজে সবুজে ভরে উঠেছে বাংলার মাঠ ঘাট পান্তর।


রচনাকাল--১৮আষাঢ় ১৪১৮