মিছে হাস,মিছে কাঁদো,মিছে বাঁধ ঘর!
একবার চিন্তা কর মন কে আছে আপন?
মিছে খেলায়, মিছে মায়ায় জড়িয়েছ মন!
তাইতো তোমার মৃত্যেুর কথা হয় না যে স্মরন।
ভেরের তাজা ফুল ঝড়ে পরে সন্ধ্যায়,
ভরা নদী শূন্য হয় ভাটির শেষ বেলায়,
তুমিও একদিন ডুবে যাবে অকুল দরিয়ায়।
মিছে কর অহংকার! মিছে কর দম্ভ! মিছে নারীর কামনা বাসনা,
চোখ বুজে দেখ মন কেউ সাথী হবে না।
মানব সেবার মাঝে তুমি স্রষ্টাকে পাবে খুঁজে,
চিন্তা করে করিও কাজ তুমি জেনে শুনে।
কত মানুষ ঠকিয়েছ কত কৌশলে?
চুকিয়ে দেখরে মন কি করেছ ভবে?
পর নারী দেখে কেন লালসা মনে জাগে?
অন্যর ধন চোখে কেন আগুন হয়ে জ্বলে?
সব মিছে! সব ধন,
মানব সেবাই পরম ধন।
তাই বলিরে মন শুধরে যা এখন,
ইতর পনা ছেড়ে তুই মানুষ কর আপন