একদা এক পন্ডিত কহিল মোরে,
বাপু সব প্রশ্নের উত্তর হয় না,
আমি বললাম কেন হয় না?
জানতে আমার হবে,
পন্ডিত বলিল কিছু প্রশ্ন আছে
যা আপন হৃদয়ে করে সদা বুধবুদ,
তুচ্ছতা হানে আপনাকে, চূর্ন করে বীর্য,
জবাবে হবে তুমি বাকরুদ্ধ!
আমি বললাম মেঘের আড়ালে,
সমুদ্রের তলে,পাহাড়ের চূড়ায়
লুকানো আছে কি উত্তর?
পন্ডিত বলে পৃথিবীর কোথাও
নেই উত্তর,
আছে একমাত্র স্রষ্টার কাছে,
উত্তর খুঁজে খুঁজে তুমি ব্যর্থ হবে!