সফল যদি হতে চাও,
সাহস নিয়ে এগিয়ে যাও,
মনকে তুমি দৃঢ় কর,
শক্ত হাতে কাজ কর,
পাছে লোকে যতই বলুক কিবা আসে যায়,
সাহস নিয়ে করব কাজ এটা হোক প্রত্যয়।
ব্যর্থ যদি হও তুমি দিওনা হাল ছেড়ে,
ব্যর্থতার মাঝে তোমার সফলতা হাসে,
চেষ্টা না করে মোরা ভাগ্যকে দেই দোহাই,
বলি বিধাতা মোর কপালে কিছুই লিখে নাই।
বিধাতার এই প্রকৃতির মাঝে দেখ তুমি চেয়ে,
মাকড়সা তার জাল বাধে শত চেষ্টার পরে,
বাবুই তার বাসা বুনতে কত পরিশ্রম করে?
আমরা কেন ব্যর্থ হয়ে দেই হাল ছেড়ে?
হতাশ হয়ে বসে থাকি গৃহের এক কোনে।
চেষ্টা ছাড়া সফলতা দিবেনা আপনা ধরা,
সোনার বাংলার স্বাধীনতা চেষ্টা বিনে নয় পাওয়া,
হে বন্ধু অসল তুমি থেকোনা,
বেকার নাম দিও না,
জীবনে আসবে ঝড় তুফান,
ভয়ে তুমি হইওনা পেরেশান,
শক্ত হাতে হাল ধর মাঝি,
জয় তোমার হবে নিশ্চয়ই,
কাটবে তোমার সকল বাঁধা,
সফলতা দিবে ধরা।