ভুলি নাই বন্ধু আমি ভুলি নাইরে তোরে-২
যে যাতনা দিয়ে গেলি  আমার মনে ও প্রাণে।
রে বন্দু আমার মনে প্রাণে।


কুলমান গেল, সবাই হারাইলাম বন্ধু তোরি লাগি,
সেই তুই আজ দূরে বইসা বাজাও বিষের বাঁশি,
রে বন্ধু বাজাও বিষের বাশি!
মিছে মায়ার বাইন্দা আমায় করলি আবার পর
আমারে অনলে পুড়িয়া তুই বাধলি সুখের ঘর
রে বন্দু বাধলি সুখের ঘর।


বিশ্বাস করে যারে আমি মনে দিলাম ঠাই,-২
সে দিয়েছে মনে ব্যাথা যাতনা কারে কই!
রে বণ্ধু যাতনা কারে কই!
কে শুনিবে আমার দুঃখ , কার কাছে বলি,
দুই কুল হারাইয়া আমি সাগরেতে ভাসি, রে বন্ধু
সাগরেতে ভাসি!


ওগো বন্ধু, প্রাণের পতি আর দিওনা হেলা,
বিচ্ছেদ জ্বালা প্রানে সয় না,কাটে আমার বেলা।
রে বন্ধু কাটে না আমার বেলা।