থাক না থেমে
রমেন আচার্য


চু কিৎ কিৎ খেলবো না আর
ছোঁব না আর তোকে ।
মা বলেছে পুরুষ রক্তে
বিষ মেশানো আছে!


সত্যি ? তোকে দেখে তো কই
মনে হয়না মোটে, তোর ভ্রূ-পল্লবে
পথ হারানো গাভীর মতো বিপন্নতা নাচে।


এই ছেলে, তুই ‘পুরুষ’ হলি কবে ?
থাক না থেমে ছেলেবেলার অমৃত আস্বাদে।
একটু একটু আমিষ গন্ধ, একটু ভালো লাগা
একটু বোঝা, না-বোঝা এক বিশাল আকাশ বুকে
থাক না থেমে অমর ভুবন
অমৃত আস্বাদে।