পার হয়ে গেলো জীবন থেকেই স্বর্ণালি এক ভোর!
বহুকাল ধরে বন্ধ ছিলো যে বিদ্যালয়ের দোর।
“কতোনা স্বপ্ন এ হৃদয় জুড়ে, সাজানোর কথা ছিলো
জ্ঞান গরিমার মধুর বাদ্য, বাজানোর কথা ছিলো”—
ফিকে হয়ে গেলো সবকিছু তার;ছিড়ে গেলো প্রীতি ডোর।
বহুকাল ধরে বন্ধ ছিলো যে বিদ্যালয়ের দোর ||
.
যা ক্ষতি হবার হয়েই গিয়েছে কোরোনা নতুন ক্ষতি
আমরা হলাম দেশের আগামী রথি কিবা মহারথি,
“আমাদের বুকে প্রেরণার রঙ মেখে দেবে তোমরাই
সুসফলতার উর্ধ্ব সোপান এঁকে দেবে তোমরাই” —
চোখ জুড়ে তাই লেপ্টে দিও না আঁধারের ঘনঘোর।
বহুকাল ধরে বন্ধ ছিলো যে বিদ্যালয়ের দোর ||
.
আমরা সবাই হীরকের ন্যায় খাদহীন হতে চাই—
জ্ঞানের আলোয় হতাশা ও অবসাদহীন হতে চাই ||
.
শিক্ষকদের স্নেহময়ী সেই মায়াবী হাতের ছোঁয়া
মনে হয় যেন মেঘের পরশে হৃদয় হয়েছে ধোয়া,
“আজ আমাদের পড়তে লিখতে মনোযোগী হতে হবে
নিজেদের ভুল শুধরে নিতেই অনুযোগী হতে হবে” —
তবেই আমরা মুছতে পারবো ব্যাথিতের আঁখিলোর।
বহুকাল ধরে বন্ধ ছিলো যে বিদ্যালয়ের দোর ||


~
মগবাজার || দুপুর ৩ টা ০৯ মিনিট
৯ সেপ্টেম্বর ২০২১ ঈসায়ী || মাত্রাবৃত্ত