কেউ কেউ মালা গাঁথে ঈমানের ফুলে
কেউ কেউ সাহারায় পথ যায় ভুলে,
তার চেয়ে হতভাগা আর কেউ নেই—
কুফুরীর ঢেউয়ে যার মন ওঠে দুলে ||
.
গোলাপের রঙে যদি রেঙে যায় মন
খুঁজে পাওয়া যায় তবে সুবাসিত বন—
যার কাছে ফুল পাখি লাগে কুৎসিত
তারাই তো পৃথিবীতে ধ্বংসের মূলে!
কুফুরীর ঢেউয়ে তার মন ওঠে দুলে ||
.
ভালো করে চেনে যারা হেদায়ার পথ
তবু এর বিপরীতে চলা যার কাজ—
তারাই তো ক্ষতি করে এই সমাজের
আম্মারা তার মনে করে যায় রাজ ||
.
আকাশের উদারতা দেখে যেই চোখ
ভালোবাসা দিতে তার নেই মাপজোখ—
আনায়াসে সবকিছু দিয়ে যায় সে-ই
রব তাকে রহমত দেয় হাত খুলে।
আরশের ঢেউয়ে তার মন উঠে দুলে ||


~
সুরঃ সুরসম্রাট শিল্পী মশিউর রহমান
মগবাজার || রাতঃ ৪ টা ৪২ মিনিট
২৪ সেপ্টেম্বর ২০২১।