দূর থেকে রুপ দেখি সোনালি চাঁদের,
জোছনা ধরার খুব সাধ আমাদের!
পাখি হয়ে চাঁদটাকে ধরা যায় যদি—
পৃথিবীতে ঢেলে দেবো জোছনার নদী
এ পৃথিবী হয়ে যাবে সোনালি তখন;
সোনা সোনা হয়ে যাবে মানুষের মন ||
.
আকাশের বুকে দেখি মেঘেদের মেলা
নীল ঐ মাঠ জুড়ে ছোটাছুটি খেলা—
যদি সেই মেঘ থেকে নেমে আসে স্রোত
সুশীতল হয়ে যাবে উদ্ধত মন।
মোহনীয় মন আজ খুব প্রয়োজন ||
.
আমাদের অন্তর বড়ই কঠিন—
নেই তাতে আজকাল এতোটুকু প্রেম!
স্বার্থের জন্যেই ভালোবাসা সব
মুছে গিয়ে হয়ে গেছে—'জঙধরা হেম' ||
.
তটিণীর ঢেউ দেখে সাধ হয় বড়
ঢেউয়ের মতো যেন, হই নবতরো—
হৃদয়ের সরোবরে উঠলে জোয়ার
প্রেমে প্রেমে ভরে যাবে প্রেমহীন মন।
তবে হবে স্বার্থক এই আয়োজন ||


~
মগবাজার || সকাল ৭ টা ১০ মি।
২৯ আগস্ট ২০২১ ঈসায়ী