তোমার প্রতিটি কথার মাঝেই শান্তনা খুঁজে পাই
তুমি ছাড়া ওগো! এই জীবনের কোনো সমাধান নাই,
বিরহ স্মৃতির দাবানল তুমি নিমিষেই দাও মুছে
আহামাদ! তুমি সুখ সঞ্চারি—সর্বহারার ঠাই ||
.
ধুসর ভয়াল রাতে—
তুমি নিয়ে এলে স্বর্ণালি এক জোছনামুখর চাঁদ,
কোনো কবি, এর করতে পারেনি কাব্যিক অনুবাদ!
হৃদয়ে হৃদয়ে হতাশার রঙ গভীর হয়েছে যতো
ততো কাছে এসে তুমি ভালোবেসে ছড়িয়েছো রোশনাই ||
.
যেই কথাগুলো ফলবতী ছিলো হাজার বছর আগে
সে কথাগুলোর ফুলঝুরি আজো বেঁচে আছে অনুরাগে।
.
তোমার নীতির স্রোতে—
ম্লান হয়ে গেছে অমূলক যতো ফাহেসা নিয়ম-নীতি,
কায়েম হয়েছে ভালোবাসাময় মায়াবী প্রেমের রীতি!
স্মরণে স্মরণে শান্তনা তুমি দিয়ে যাও অবিরাম
বিচারের দিনে কেবল তোমার শাফায়াতটুকু চাই ||


২৩.১১.২০২১
মগবাজার || রাতঃ ১০ টা ৩০ মিনিট
২৩ নভেম্বর ২০২১ || মাত্রাবৃত্ত ছন্দ