অসমাপ্ত সপ্নগুলো আয়ত্ত করে
বেশ ভালই আছি আজকাল‌।
হ‍্যাঁ ভুলে গেছি আজ তোমাকে‌।
পুরাতন কিছু স্মৃতি যদিও,
আজও আমায় ডাকে অন্তরালে।
আজ মুক্তি পেতে চাই নাট‍্যাভিনয়  থেকে।
মুক্তি মানেই কী অবসর?
মুক্তি মানেই কী জয়লাভ?
মুক্তি মানেই কী মৃত্যু?
কেবল মিছেই স্বপ্ন দেখে চলেছি দীর্ঘদিন ধরে।
মায়াবী রাতের আধারে
শীতের চাদরে মুড়িয়ে আমার এ শহর।
কানে ভেসে আসে কেবল,
একান্ত এক ঘড়িরকাঁটার শব্দ।
হাত ঘড়িটা আজ যেন বরোই অসহায়!
নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে,
ঘুরে চলেছে অনবরত।
মিনিট পাঁচেক পরে সেও আজ সর্বশান্ত।
চলমান কাঁটা আজ স্তব্ধ উর্দ্ধমান সরলরেখায়।
হাতের মুঠোয় খাতা, কলম আর অকেজো হাতঘড়ি,
হারিয়ে গেলাম ভাবনার রাতের আকাশে।
তোমার সাজানো মিথ্যে গুলো আজও,
মিথ্যে হয়ে রয়ে গেছে নীরবতার ভালবাসায়।
সকল চেষ্টা ব‍্যর্থ উড়ে যাওয়া শূন্যতায়
শুকনো পাতার ভাঁজে।
শূন্য কাগজে লেখা অন্তহীন এক ভালবাসা,
আজও রাখা আছে চিলেকোঠার মাঝে।।