ঘরের আলোয় আমার চোখ খোলা
বাহিরের আলোয় জ্বলসে যায় ৷
ঘরের দেয়ালে আমি দেখি আকাশ
বাহিরের আকাশ দেখি নাই ৷


পথের মাঝে কাঁটাতার, ওপারে কোলাহল
বরফের গায়ে হেঁটে যায় সাদা লাশ ৷
আগন্তুক দেখে পুরাতনরা মরে গেছে
শূন্য ভিটায় ছাই আর পরিবর্তনের খোলস ৷


হঠাৎ করে পাওয়া ঠিকানায় এক কোটি ভুল
আগন্তুক পথে চলে অসীম যাত্রায় ৷
রথ ছাড়া পথে আটকে ধরে কেয়ার কাঁটা
দুই চোখে পড়ে যা সবি তো অচেনা ৷