যেহেতু, আমি অন্ধকার পারাবারে নিমজ্জিত
আমি চাই আলো আসুক নিরবিচ্ছিন্ন,
আমি চাই রাতের শেষে দিবস আসুক
দক্ষিণের জানালার কাঁচ ভেঙ্গে হোক চূর্ণ ৷


মৌসুমি হাওয়া পর্দার দড়ি সরিয়ে দিক
গাত্রে যে ক্ষত, মৃত মন এবং দীর্ঘশ্বাস,
হাওয়ার পরশে হোক নিঃশেষ সবি
নব জীবনের তরে নামুক বসন্ত উচ্ছ্বাস ৷



শেষ বিকেলে কফিতে চুমুক দিতেই চমকে উঠি
আকাশের বুকে ছোপ ছোপ রক্তের বর্ণ ৷
আমার গৃহের পূর্ব দিকের বৃক্ষ তন্দ্রাচ্ছন্ন
ঝাঁকে ঝাঁকে পাখিদের ফেরা মেঘের পথে
সবি এক নিষ্প্রাণ, সবি কালো রঙের চিহ্ন ৷