তোমাকে বলতে চেয়েছি
স্বকীয় অনুভূতি,
কিছু অস্থিরতা,
একটু চক্ষের আড়াল হও তো
মন পোড়ে তারপর, মন কান্দে ৷


বুকে পিন পিন ব্যথা বুঝতে পারি
কারণে অকারণে ক্রোধ বৃদ্ধি পায়
অজান্তে অশ্রু গড়ায় ৷


তোমাকে বুঝাতে চেয়েছি
নিঃসঙ্গতা,
শূন্যতা ,
সিগারেটের মতো ক্রমে ক্রমে জ্বলছি
এবং নিকোটিনের মতো নিঃশেষ হচ্ছি;
অতঃপর,
পড়ে থাকি সিগারেটের শেষ অংশের মতো ৷


তোমাকে বলছি কিছু স্মৃতির ইতি কথা
শেষ চুম্বন,
শেষ মিলন,
যা ক্ষণে ক্ষণে নেশা ধরায়
কখনও বা, মাদকতা - বড্ড বেশি মাতাল হই ৷


জানি, তোমার চৈতন্য হবেনা
চেতনায় সুখ
বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলতে চাও
অতীত কাল ঘসে ফেলতে চাও ৷


এখন, তোমার আত্ম সুখ অন্বেষণ
আমি নির্বাসিত
বিবাগী,
পথচারী,
আলাভোলা স্থির দৃষ্টির অধিকারী ৷