যখন আঁধার ঘনিয়ে আসে
রঙ্গমঞ্চের অধ্যায় শেষ হয়ে যায় একচ্ছত্র নিয়মে ৷
সকালে জবা ফুলের গোড়ায় জলের প্রবাহ পড়েনা ৷
ঘরের কোণে নিশ্চুপে বসে থাকে কপোত জোড়া ৷


যখন সব পথে রুদ্ধ হয়ে আসে
দেয়ালে জমে শৈবাল, বিস্তরণ করে পরতে পরতে ৷
ঘরের তৈজসপত্রে এলোমেলো বংশ বিস্তার,
পুরনো শখের জুতো দখলে নেয় কয়েক শত ইঁদুর ৷


যখন হাসি বন্ধ হয়ে আসে
চারিদিক নিঃস্তব্দ হয়, ধূলায় ভরে থাকে ঝরা পাতা ৷
কর্ণ কুহুরে বাদ - প্রতিবাদের মিছিল চলে অনবরত ৷
প্রত্যাশার মৃত্যুর তরে মৃত্যু ঘটে দেহের, মনের এবং মননের ৷