অন্তত আর কিছু না হোক, শুধু আর একবার আসো
রাতের উজ্জ্বল তারকা হয়ে, মিটিমিটি জ্বলে
দাও আরেকটু প্রশান্তি যেন নিয়ত বেঁছে থাকি ৷


আর যদি তোমার কোন দুঃখ থাকে, অব্যক্ত কোন
অভিপ্রায় লুকিয়ে থাকে
আমাকে দিও; সয়ে নিবো, বয়ে নিবো আমৃত্য ৷
কেননা, তোমার দুঃখই যেন আমার দুঃখ ৷


অন্তত আর কিছু না হোক, আরেকটি বার পাশে বসতে দিও,
কোল জুড়ে মাথা রাখতে পারি যেন ৷
অথবা আলতো ছোঁয়ায় যেন ভুলতে পারি পুরনো বিষন্ন ৷
যদি কিছুই না হয়, অন্তত কাঁধটা দিও
যেন সহায় ভেবে কাঁদতে পারি তোমার জন্য ৷


২০২০|| রশিদ কলোনী